গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এদের শ্বাসনালীসহ শরীর পুড়েছে ৮০ থেকে ৯০ শতাংশ। এঘটনায় দগ্ধ নারী ও শিশুসহ ৩৫ জন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
বুধবার (১৩ মার্চ) বিকালে কালিয়াকৈরের তেলিরতালা এলাকায় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শফিক খানের বাড়ির এক ভাড়াটিয়ার বাসায় নতুন গ্যাস সিলিন্ডার এনে কম্প্রেসার লাগানোর কাজ চলছিল। এসময় সিলিন্ডারে লাগানো পিনটি ভেঙ্গে গ্যাস বের হতে থাকলে দ্রুত সেটি বাসার পাশের সড়কে বের করে নিয়ে যান লোকজন।
এসময় সড়কের পাশে থাকা লাকড়ির চুলার আগুনের সংস্পর্শে সিলিন্ডারেও আগুন লেগে যায়। এতে সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। দগ্ধদের বেশিরভাগই উৎসুক জনতা।
আল / দীপ্ত সংবাদ