নতুন প্রজম্মের কাছে সঠিক ইতিহাস তুলে ধরার জন্য নারায়ণগঞ্জে ৬ দফা মঞ্চ করার ঘোষনা দিয়েছেন নারায়ণগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান।
বুধবার (১৩ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে প্রয়াত দুই সাংবাদিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদানের সময় সাংবাদিকদের তিনি এই ঘোষনা দেন।
শামীম ওসমান বলেন, যারা নারায়ণগঞ্জে ৬ দফা আন্দোলনের ইতিহাস বিকৃতি করেছেন এরাই রাজাকারের সন্তান, এরাই মুখোশধারী শয়তান। তারা নারায়ণগঞ্জকে অসম্মানিত করেছেন। যদি ভুল করে বলে থাকেন তাহলে সবার কাছে ক্ষমা চান। আর যদি চ্যালেঞ্জ করেন তাহলে আমার কাছে সব ডুকোমেন্ট আছে চাইলে সবার কাছে উপস্থাপন করবো। যাতে করে নারায়ণগঞ্জ মানুষ সঠিক ইতিহাসটা জানে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুই শিশু ধর্ষণ, যুবক গ্রেপ্তার
তিনি আরও বলেন, এই টাউনের হলের সামনে আমি ভবিষ্যতে নারায়ণগঞ্জে ৬ দফা মঞ্চ করব। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। দলমত নির্বিশেষে সেখানে নারায়ণগঞ্জের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। যাতে করে আমাদের পরবর্তী নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে আমাদের প্রতি সম্মান দেখায়।
শামীম ওসমান আরও বলেন, গত ১০ বছর ধরে আমার ও আমার পরিবার সম্পর্কে অনেক খারাপ কথা বলছে। তাদের একজন চেক জালিয়াতির কারণে সাজাপ্রাপ্ত হয়ে জেল খেটেছেন। বাকী দুইজনের একজন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও এক রাজাকার পুত্র। আমি কখনো কোথাও এর প্রতিবাদ করিনি। কারণ আমি তাদেরকে কাউন্ট করি না।
গৌতম/ সুপ্তি/ দীপ্ত নিউজ