বরিশালের ঐতিহ্যবাহী উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুদিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবি ও সোম দু্দিন ব্যাপী চলে এ অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন– উলানিয়ার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের কৃতি সন্তান, বিশিষ্ট নির্মাতা ও দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আহমেদ চৌধুরী।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. এনায়েত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দস্তগির মো. আদেল।
দুদিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি একক নৃত্য ও দলীয় নৃত্য, ছড়া কবিতা, আবৃত্তিসহ বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশন করে শিক্ষার্থীরা। পরে আলোচনা সভা এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এর আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানায় বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেন্দিগঞ্জ উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বিপুল চন্দ্র মজুমদার, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা কিরণ চন্দ্র রায়, উলানিয়া করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন, উলানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ।
দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ আহমেদ চৌধুরী বলেন, ক্ষুদে শিক্ষার্থীরা যেভাবে মঞ্চে সাংস্কৃতিক পরিবেশন করেছে; খুবই ভালো লেগেছে। এখন থেকে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি সংস্কৃতি চর্চায় উৎসাহ দিতে হবে; যেটা এখানে দেখা গেছে। এ ধরনের অনুষ্ঠান প্রতিবছর করতে হবে। এতে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে।
তিনি বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে ধন্যবাদ সুন্দর প্রতিষ্ঠানে আমাকে দাওয়াত করার জন্য; সেই সঙ্গে এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য ও মঙ্গল কামনা করছি।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে গড়ে ওঠা এবং প্রতিভা বিকাশের জন্য সংস্কৃতি চর্চার বিকল্প নেই। বার্ষিক অনুষ্ঠানের পাশাপাশি নিয়মিত শিক্ষার্থীদের সাংস্কৃতি চর্চার ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সাংস্কৃতির চর্চা ও বিকাশের মাধ্যমে সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে এবং অভিভাবকদের তা বুঝতে হবে। সংস্কৃতি যে একটি শক্তি এটা সবাইকে অনুবাধন করতে হবে।
আয়োজকরা জানান, দু্দিন ব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। দলীয় ও একক নিত্য পরিবেশনা, গান, ছড়া ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন খেলাধুলায় অংশ নেয় তারা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ফুয়াদ আহমেদ চৌধুরী।
মর্তুজা জুয়েল/এজে/দীপ্ত সংবাদ