সাফ অনূর্ধ্ব–১৬ নারী চ্যাম্পিয়নশিপে ফাইনালে টাইব্রেকারে ৩–২ গোলে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশ।
নির্ধারিত সময়ে খেলা ১–১ গোলে সমতায় থাকার পর টারইব্রেকারে ভারতকে ৩–২ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোরীরা। বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম তিনটি শট ঠেকিয়েছেন।
আরও পড়ুন: ভারতে বেটিং কেলেঙ্কারিতে মিলেছে সাকিবের বোনের নাম
রোববার (১০ মার্চ) দুপুর সোয়া ৩টায় কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচ শুরু হয়।
প্রথমার্ধে ভারত ১–০ গোলে এগিয়ে থাকলেও ৭০ মিনিটে বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না গোল করে সমতা আনেন। কোনো দল আর নির্ধারিত সময়ের গোল করতে না পারায় খেলা শেষ হয় ১–১ এ। ফাইনালের ভাগ্য নির্ধারণ হলো টাইব্রেকারে।
সুপ্তি/ দীপ্ত নিউজ