রাজধানীর গুলশান থানার নাশকতার মামলায় ২১ মাসের সাজাপ্রাপ্ত বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেছেন আদালত।
রবিবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালতে তার আইনজীবী আপিলের শর্তে জামিন আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত আপিল গ্রহণ করে তার জামিন মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের আইনজীবী আমিনুল ইসলাম (ফিরোজ)। তিনি বলেন, এই মামলায় জামিন হওয়ায় মেজর হাফিজের কারামুক্তিতে আর কোনও বাধা নেই।
গত মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে হুইল চেয়ারে চেপে হাজির হন বিএনপির এই সিনিয়র নেতা। আত্মসমর্পণ করে জামিন চান তিনি। অন্যদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে হাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এর আগে গত ১৪ ডিসেম্বর হাঁটুতে অস্ত্রোপচারের চিকিৎসার জন্য এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে রাজধানীর শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। ভারতে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ডিসেম্বর আদালত তার ২১ মাসের কারাদণ্ড দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। পরে গত ৩ মার্চ ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরেন তিনি।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর একই আদালত পৃথক দুই ধারায় হাফিজ উদ্দিনকে ২১ মাসের কারাদণ্ড দেন।
এসএ/দীপ্ত সংবাদ