মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় রাসেল ভাইপার সাপের কামড়ে শেখ লালমিয়া (৩৪) নামের এক কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। নিহত লালমিয়া কাজিকান্দা গ্রামের শেখ ইদ্রিসের ছেলে। তার ৬ বছরের এক ছেলে ও ১৫ দিন বয়সী এক মেয়ে আছে।
শেখ লালমিয়ার চাচাতো ভাই শহিদুল ইসলাম বলেন, গত শুক্রবার (১ মার্চ) লালমিয়া ভুট্টা ক্ষেতে পানি দেয়ার সময় দুপুরে দিকে বিষধর রাসেল ভাইপার কামড় দেয়। তাৎক্ষণিকভাবে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ২টার দিকে লাল মিয়ার মারা গেছে।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, জেলার চরাঞ্চলে রাসেল ভাইপার আতঙ্ক বিরাজ করছে। এর আগে লেছড়াগঞ্জ চরসহ চরাঞ্চলে সাপের কামড়ে কয়েকজন মারা গেছেন। বুধবার রাতে লালমিয়া মারা গেছেন