নওগাঁ সদরের বক্তারপুরে গড়ে উঠেছে কৃষকের বাজার। নিজেদের উৎপাদিত বিষমুক্ত সবজি ও মাছসহ বিভিন্ন পণ্য নিজেরাই এই বাজারে বিক্রি করছেন কৃষকরা।
নওগাঁ সদরের বক্তারপুরের এই বাজারে স্থানীয় চাষীরা তাদের নিজেদের উৎপাদিত বিষমুক্ত সবজিসহ নানা নিত্যপণ্য নিয়ে প্রতিদিন ভোরে জড়ো হন। কোন ধরনের খাজনা ছাড়া এই হাটে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি ও মাছসহ নানা পণ্য।
কৃষকের বাজারে ১০টি দোকান প্রতিদিন বসলেও সপ্তাহের শুক্রবার ও সোমবার বসে পাইকারি হাট। জেলার উৎপাদিত সতেজ ও নিরাপদ সবজি ভোক্তাদের কাছে পৌঁছে দিতে সহায়তা দিচ্ছে স্থানীয় প্রশাসন।
তিনি জানান, কৃষি মন্ত্রণালয় ও কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় গড়ে উঠা কৃষকের এই বাজারের পরিসর আরও বাড়ানো হবে।