বড়দিন উপলক্ষ্যে স্পেনের একটি চিড়িয়াখানায় পানির নিচে যিশুর জন্ম কাহিনীর দৃশ্য তুলে ধরছেন একদল ডুবুরি। আনন্দ দেয়ার পাশাপাশি বড়দিন সম্পর্কে জানাতে প্রতিবছর এই আয়োজন করেন তারা।
বিভিন্ন প্রজাতির হাঙ্গর, মাছ ও কচ্ছপে ঘেরা এই অ্যাকুয়ারিয়ামের ভেতর ঐতিহ্যবাহী পোশাক পরে যিশুর জন্ম কাহিনীর দৃশ্য প্রর্দশন করছেন তিন ডুবুরি। বড়দিন উদযাপনে স্পেনের রাজধানী মাদ্রিদের চিড়িয়াখানায় চলছে এই বিশেষ আয়োজন।
মাদ্রিদ চিড়িয়াখানার একজন অ্যাকুয়ারিয়াম জীববিজ্ঞানী বলেন “আমরা ডুবুরিদের বড়দিনের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চরিত্রের আদলে সাজিয়েছি। অ্যাকুয়ারিয়ামের জলজ প্রাণীদের জন্য কিছু উপহারও নিয়ে গেছেন তারা”
১৯৯৫ সালে অ্যাকুয়ারিয়ামটির উদ্বোধনের পর থেকে, প্রতি বছর বড়দিনের আগে এভাবেই যিশুর জন্ম দৃশ্যের কাহিনী উপস্থাপন করা হয়।