টানা দুই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখেই সাফ অনূর্ধ্ব–১৬ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে নেপালের আনফা স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে ৩–১ গোলে হারিয়ে ফাইনালে উঠে লাল সবুজের নারীরা।
ম্যাচের প্রথমার্ধে আলফি আক্তারের গোলে ভারতের বিপক্ষে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে অবশ্য একের পর এক আক্রমণে বাংলাদেশকে কোণঠাসা করে ফেলে ভারত। এর সুবাদে ম্যাচের ৫৪ মিনিটে গোলও পেয়ে যায় ভারত। ডি–বক্সের ডান প্রান্তের কোণা থেকে ভারতের ফরোয়ার্ড আনুষ্কা কুমারীর শট বাংলাদেশের জালে জড়ায়।
আরও পড়ুন: জয় দিয়ে বিএসজেএ মিডিয়া কাপ শুরু দীপ্ত টিভির
ম্যাচে সমতা আনার পর ভারত লিড নেয়ার চেষ্টা করে। তবে ম্যাচের ৮০ মিনিটে প্রীতি ভারতীয় দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে দুরন্ত গতিতে বক্সে ঢুকে অসাধারণভাবে এক গোল করেন। আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে অধিনায়ক অর্পিতা বিশ্বাস জটলার মধ্যে আরেকটি গোল করলে বাংলাদেশ ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
এই জয়ে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লাল–সবুজেরা। সমান ম্যাচে নেপাল ও ভারতের পয়েন্ট তিন। অন্যদিকে টানা দুই হারের আসর থেকে ছিটকে গেছে ভুটান।
নেপাল ও ভারতের মধ্যকার ম্যাচে জয়ী দল আগামী ১০ মার্চ ফাইনালে বাংলাদেশের সঙ্গী হবে। তবে ড্রয়ে ভিন্ন হতে পারে হিসাব–নিকাশ। যে কারণে শুক্রবার (৮ মার্চ) আনুষ্ঠানিকতার ম্যাচে ভুটানের বিপক্ষে খেলবে বাঘিনীরা।
এসএ/দীপ্ত সংবাদ