মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

নওগাঁয় জামিন নিতে গিয়ে কারাগারে বিএনপির ৭ নেতা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নওগাঁ রাণীনগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে আদালতে হাজির হয়ে পুনরায় জামিন চাইলে তা নামঞ্জুর করে আসামীদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ।

কারাগারে পাঠানো বিএনপির নেতাকর্মীরা হলেন, রাণীনগর উপজেলা যুগ্ন আহ্বায়ক মোসাররফ হোসেন, ফরহাদ আলী মন্ডল ও আতিকুজ্জামান, সদস্য এইচএম নয়ন খান লুলু, উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ন আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব হাছান ও বড়গাছা ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক একলাস আলী মন্ডল।

আরও পড়ুন: পাবনায় বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলার ঝিনা এলাকায় দলীয় সভা শেষে যুবলীগের ১০১৫ কর্মী মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দিঘীরপাড় ছোট ব্রিজ এলাকায় পৌঁছালে তাঁদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই জয়নাল সরদার নামে এক যুবলীগ কর্মী বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয়ে আরও ৩০ থেকে ৩৫ জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

আদালত সূত্রে আরও জানা যায়, মামলায় ৮ নেতাকর্মী ৬ সপ্তাহ আগে হাইকোর্ট থেকে আগাম জামিন পান। জামিনের মেয়াদ শেষে মঙ্গলবার (৫মার্চ) আদালতে হাজির হয়ে মামলার এজাহার ভুক্ত ৭ নেতাকর্মী পুনরায় জামিনের আবেদন করলে নামঞ্জুর করে আদালত।

আসামিপক্ষের আইনজীবী সাব্বির হোসেন বলেন, আদালত সবাইকে কারাগারে পাঠিয়েছেন। আমরা পরবর্তীকালে আবার জামিন চাইব।

 

রিপন/এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More