রবিবার, নভেম্বর ১০, ২০২৪
রবিবার, নভেম্বর ১০, ২০২৪

নারী দিবসে ‘দীপ্ত প্লে’তে নতুন ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস’

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা। তাদের জীবনে ঘটে যাওয়া গল্পকে নিয়ে ফরহাদ আহমেদের র্নিমিত ক্রাইম থ্রিলার ওয়েব ফিল্ম ‘‌ক্রিমিনালস

এতে অভিনয় করেছেন তানজিকা আমিন, চমক, নীল হুরের জাহান, আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানা।

ওয়েব ফিল্মটির নির্মাতা প্রতিষ্ঠান আলফা আই স্টুডিও লিমিটেড।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিনপ্রান্তের ভিন্ন বয়সী তিন নারী একত্রিত হয়েছে একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের আইন ভেঙে হতে হবে ক্রিমিনাল। চুমকি, নীলা আর বীথির পথ সহজ না। বর্তমান পদক্ষেপ ব্যক্তিজীবনের সমস্যা একদিকে যেমন আঁকড়ে ধরেছে তাদের; তেমনই লক্ষ্য অর্জিত না হলে তাদের ভবিষ্যতও হয়ে পড়বে অনিশ্চিত। এমন দোলাচলের ভেতর তারা হয়ে ওঠে একটা টিম। ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এতদিন নিজেকে রেখেছে সবার ধরাছোঁয়ার বাইরে।

একদিকে জীবনের টানাপোড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে চুমকি, নীলা আর বীথি কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই তারা থেকে যাবে আজীবন?

আরও পড়ুন: দীপ্ত প্লেতে মুক্তি পেল ‘ইউএনও স্যার’

পরিচালক ফরহাদ আহমেদ বলেন, দেশে বড় বড় জালিয়াতি চক্র সাধারণ মানুষদের বোকা বানিয়ে তাদের কষ্টের টাকা লুটপাট করে চলে যায়। এরকম ঘটনা দেখি মানুষের মধ্যে সচেতনতার অভাব আছে। প্রতারণার ঘটনা থেকে ক্রিমিনালএর গল্পটি তৈরি হয়েছে। সাধারণ তিনজন নারীর একসঙ্গে হওয়া এবং সেই প্রতারণার টাকা ফিরে পাওয়ার সংগ্রামকেই দেখানোর চেষ্টা করা হয়েছে। কথায় আছে ট্রাজেডি দূর থেকে দেখতে কমেডি মনে হয়। এই ফিল্মটা অনেকটা ডার্ককমেডিও বলা যায়। এখন দর্শকদের কেমন লাগে সেটার অপেক্ষায় আছি।

দীপ্ত টেলিভিশনের হেড অফ ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম জানান, নারী দিবস ৮ মার্চ থেকে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে দেখা যাবে ওয়েব ফিল্ম ক্রিমিনালস

সুপ্তি/ দীপ্ত নিউজ

 

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More