সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী সক্রিয় চক্রের ৫ সদস্যকে আটক করেছে র্যাব–১২ সদস্যরা।
আটকৃতরা হলেন, সদর উপজেলার ধীতপুর আলাল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. কামরুল ইসলাম হাসান (২২), পৌর এলাকার সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ী মহল্লার মো. সোহেল শেখের ছেলে ইমরান শেখ (৩২), সয়াধানগড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে মো. ইনসান শেখ (২০), সয়াধানগড়া জগাইর মোড় এলাকার মৃত আবুল হোসেনের ছেলে, মুন্না শেখ (২৭) ও দিয়ার ধানগড়া মহল্লার মৃত জয়নালের স্ত্রী মুক্তি বেগম।
আরও পড়ুন: মোটরসাইকেল ছিনতাই করে বোনের জামাইকে উপহার
রবিবার (৩ মার্চ) দুপুরে সলঙ্গা থানায় র্যাব–১২ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব–১২ অধিনায়ক মো. মারুফ হোসেন জানান, আটকৃতরা ছিনতাইকারী চক্রের সদস্য। তারা ছিনতাই ও প্রতারণার জন্য অটোরিকশা, সিএনজিকে টার্গেট করে। এরপর বিভিন্ন স্থানে যাওয়ার কথা বলে এসব যানবাহন কেনাবেচার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আসামীরা দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমেও ভুক্তভোগীদের জিম্মি করে নির্যাতনের মাধ্যমে তাদের টাকা–পয়সা লুটে নেয়।
তিনি আরও জানান, আসামীরা একটি সংঘবদ্ধ ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় সুযোগ বুঝে সাধারণ মানুষকে নানা কৌশলে ফাঁদে ফেলে ছিনতাই করে আসছিল। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
সিরাজুল/ সুপ্তি/ দীপ্ত নিউজ