নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলাতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে আপন ভাইয়ের বসতঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ভাইয়ের ঘরের পাশের গাছ থেকে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ৬০ বছরের বৃদ্ধ বড় ভাই ও তার বসত ঘরে অপর দুই ভাই হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশের জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন করলে পুলিশ এসে পরিবারটিকে উদ্ধার করে বলে জানা যায়। সোনাইমুড়ী উপজেলার ৪নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামের চৌধুরী বাড়িতে এই ঘটনা ঘটেছে।
শনিবার (২ ফেব্রুয়ারি) সকালে হামলার শিকার ৬০ বছরের বৃদ্ধ আবদুল করিমের ছেলে মাজহারুল ইসলাম (২৪) বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ করে।
আরও পড়ুন: ইসরায়েলি হামলায় গাজায় ৭ বন্দি নিহত: হামাস
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১ মার্চ) বিকালে বৃদ্ধ বড় ভাই আবদুল করিম (৬০) তার বাড়ীর সামনের গাছ থেকে নারিকেল পাড়াচ্ছিলেন। এসময় কিছু ডাল তার অপর ভাইদের ঘরের পাশে পড়লে হেদায়েত উল্যা (৫০) ও আব্দুল কায়ুম (৪৫) এসে সহোদর বড় ভাইয়ের উপর হামলা করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে বড় ভাইয়ের ঘরে গিয়ে ভাঙচুর চালায়।
এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত এক ভাই হেদায়েত উল্যা বলেন, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বরং সে কয়েকবার আমার ঘর ভাংচুর করেছে, অন্যান্য ভাইদের ঘর ভাংচুর করেছে, হামলা করছে, গায়ের উপর এসে আঘাত করেছে।‘
ঘটনায় হামলার শিকার বৃদ্ধ আবদুল করিমের ছেলে মাজহারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদীন যাবত পারিবারিক বিষয় নিয়ে চাচাদের সাথে আমাদের বিরোধ ছিল। তারা আমাদের উপর বারবার হামলা করেছে। ঘটনার দিন তারা আমাকে ও আমার বাবা–মা কে আহত করে। পরে এলাকার লোকজন আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা করায়। আমরা এর সুষ্ঠু বিচার চাই।‘
সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তদন্ত করছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে‘।
রিফাত/ সুপ্তি/ দীপ্ত নিউজ