বাচ্চাদের কান্না থামাতে রাজধানী বেইলি রোডে রেস্টুরেন্টে খাবার খেতে যান নাজিয়া। সেখানে আগুনে পড়ুে মারা গেছেন দুই ছেলেসহ মা নাজিয়া।
শুক্রবার (১ মার্চ) ভোরে ঢাকা মেডিকেল কলেজে এভাবে বর্ণনা দিচ্ছিলেন আশিকের ফুফাতো ভাই রিফাত।
রিফাত বলেন, সন্ধ্যার পরে বাচ্চাদের কান্নার কথা ভাইয়াকে ফোনে জানান ভাবি। পরে ভাইয়ার (আশিক) অনুমতি নিয়ে ভাবি দুই ছেলেকে নিয়ে ওই ভবনের তৃতীয় তলায় থাকা ‘খানাস’ রেস্টুরেন্টে যান। সাড়ে ১০টার দিকে ভাবি ভাইয়াকে ফোনে জানান– রেস্টুরেন্টে আগুন লেগেছে, ছোট ছেলে আয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আর ফোনে কথা বলতে পারেননি।
তিনি আরও বলেন, আয়ানকে সিঁড়িতে পেয়েছি। তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ছোট বাচ্চা ধোঁয়ায় শ্বাস–প্রশ্বাস বন্ধ হয়ে মারা গেছে। ভাবি আর আয়াতের মরদেহ মর্গে আছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে আগুন লাগে রাত ৯টা ৫০ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের মোট ১২ ইউনিট। এতে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে।
এজে/দীপ্ত সংবাদ