বিপিএল দশম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পর ফাইনাল নিশ্চিত করলো ফরচুন বরিশাল।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল।
মিরপুর স্টেডিয়ামে অঘোষিত সেমিফাইনালে টস হেরে ব্যাটি করতে নেমে, ৭৭ রানে সাত উইকেট হারিয়ে বিপাকে পড়ে রংপুর রাইডার্স।
ব্যাট হাতে সাকিব আল হাসানের তান্ডব দেখার আক্ষেপ থেকে গেলো দর্শকদের। এক রান করেন তিনি। কিন্তু এরপরের গল্পটা দুই টেল এন্ডার শামীম হোসেন ও আবু হায়দার রনির। অষ্টম উইকেটে তাদের ৭২ রানের অপরাজিত ইনিংসে ভর করে, নির্ধারিত ওভারে সাত উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় রাইর্ডাস। ২৪ বলে ৫৯ রানের হার না মানা ইনিংস খেলেন শামীম।
আরও পড়ুন: রংপুর–বরিশাল ছাপিয়ে যেখানে সাকিব–তামিম লড়াই
জবাবে তামিম ইকবাল–মেহেদী মিরাজের সাবধানী শুরুর পরও, দলীয় ২২ রানে সাজঘরে ফেরেন তারা দু‘জন। তৃতীয় উইকেটে সৌম্য সরকারের সাথে ৪৭ রানে জুটি গড়েন মুশফিক। ২২ রানে করে সৌম্য ফির গেলে, চতুর্থ উইকেটে কাইল মায়ার্সের সাথে ৫০ রানে নতুন জুটি গড়ে, বরিশালের জয়টা নিশ্চিত করেন মুশি। মায়ার্স ফেরেন ২৮ রান করে।
মুশির ৪৭ রানে অপরাজিত ইনিংসের পাশপাশি মিলারের ২২ রানে ছোট ইনিংসে, রংপুরের দেয়া ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখেই য় তুলে নেয় ফরচুন।
উল্লেখ্য, ২০২২ সালের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ফাইনাল খেলেছিলো বরিশাল।
এসএ/দীপ্ত সংবাদ