বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) নির্বাচন সামনে রেখে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের উদ্যোগে বিজিবিএর মেম্বার মিট আপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হোটেল রেডিসনে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিজিবিএ সদস্য ও বায়িং হাউস সেক্টরের ব্যবসায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রগ্রেসিভ অ্যালায়েন্সের কো–অর্ডিনেটর আবদুল হামিদ পিন্টু বলেন, বিশ্বব্যাপী মন্দা চলছে। ব্যবসা নিয়ে আমরা আতঙ্কিত। এমতাবস্থায় দেশের অর্থনীতিকে মজবুত ভিতের ওপর দাঁড় করাতে শক্তিশালী বিজিবিএ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থী উইকিটিক্স বিডির সিইও একেএম সাইফুর রহমান ফরহাদ বলেন, বিজিএমইএর ভবন আছে। আমাদের নিজস্ব ভবন নেই। আমরা স্বপ্ন দেখি বিজিবিএও নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনা করবে।
দীর্ঘ ১২ বছর পর গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে বিজিবিএর নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ করে দেওয়ায় প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
উল্লেখ্য, বিজিবিএর দ্বিবার্ষিক নির্বাচন ২০২৪–২০২৬ আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে। সদস্যরা ভোট দিয়ে ১৫ জন পরিচালক নির্বাচন করবেন। দুটি প্যানেল থেকে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রগ্রেসিভ অ্যালায়েন্সের প্রার্থীরা হচ্ছেন— কেএফএস ফ্যাশনের আবদুল হামিদ পিন্টু, উইকিটেক্স বিডির একেএম সাইফুর রহমান ফরহাদ, সিমেক্স ডিজাইনারের এনায়েত হোসেন, এফএইচএল নিটওয়্যারের জোবায়েদ বিন ওবায়েদ, এসএমএস মুড লিমিটেডের সাইফুল হক, কবির হোসেন, আরমান মল্লিক, সাইফুন মোস্তাফিজ, রোমান মিয়া, জামিরুজ্জামান, আবদুল্লা আল মামুন, এনামুল কবির, মাহবুব হাসান, আবদুল্লাহ আল মামুন, কামরুল হাসান।
এসএ/দীপ্ত সংবাদ