বরিশালে একটি বেসরকারি ব্যাংকের হিসেব থেকে নয় লাখ টাকা ‘উধাও‘ হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগি অভিযোগ করেন, তার অ্যাকাউন্ট থেকে তিনটি চেকের মাধ্যমে বিভিন্ন সময় নয় লাখ টাকা তুলে নেয়া হয়েছে। কিন্তু এসব চেক তার ইস্যু করা না। গত ১৯ ডিসেম্বর লেনদেন করতে গিয়ে বিষয়টি তার নজরে আসে।
এ বিষয়টি নিয়ে গত ২১ ডিসেম্বর ডাচ–বাংলা ব্যাংকের বরিশাল শাখায় তিনি একটি লিখিত অভিযোগও দায়ের করেছেন। সেখানে প্রতিকার না পেয়ে তিনি গত ২২ শে জানুয়ারি ডাচ–বাংলা ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযোগ দায়ের করেন।
এনিয়ে ডাচ বাংলা ব্যাংকের বরিশাল শাখার ব্যবস্থাপক মো. আলমগীর হুমায়ুন জানান, হেড অফিস বিষয়টা দেখছে।
আলমগীর হুমায়ুন দাবি করেন, তারা বরিশাল শাখার পক্ষ থেকে দেখেছেন, যেসব চেকের মাধ্যমে টাকা তুলে নেয়া হয়েছে সেখানে গ্রাহকের স্বাক্ষর রয়েছে। চেক অনার করার ক্ষেত্রে ব্যাংক সব ধরণের নিয়ম মেনে করেছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে যেটা ঘটেছে সেটি এখনো তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়নি। এখানে কোন জালিয়াতির ঘটনা ঘটেছে কি না সেটিও তদন্ত শেষ না হবার আগ পর্যন্ত বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে ব্যাংক তদন্ত করছে বলে জানিয়েছে।
সূত্র: BBC
আল / দীপ্ত সংবাদ