চোখের জলেই শেষ হলো পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ। মরক্কোর কাছে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হেরে কাঁদলেন, কাঁদালেন।
নাম ক্রিশ্চিয়ানো রোনালদো, কিন্তু ভক্ত-সমর্থকদের কাছে তিনি সিআর সেভেন নামেই বেশি জনপ্রিয়। বয়স ৩৭ বছর। আগেই তিনি জানিয়েছিলেন, কাতারে শেষ বিশ্বকাপ খেলবেন। কিন্তু শেষটা এমন হবে, কে ভেবেছিলো? শেষ দুই ম্যাচেই প্রথম একাদশে ছিলেন না। কোয়ার্টার ফাইনালে মাঠে নামলেও, ঠেকাতে পারলেন না দলের হার। ফলাফল, এমনই অশ্রুসিক্ত বিদায়। যা কাঁদিয়েছে, গোটা বিশ্বে, তার অসংখ্য ভক্তকে।
অবশ্য, এবারের আসরে ভক্তদের নিরাশ করেছেন রোনালদো। চলমান আসরে ঘানার বিপক্ষে গোল করেছেন একটি, তাও পেনাল্টি থেকে। উরুগুয়ের বিপক্ষে গোল করেছেন ঠিকই কিন্তু তা যোগ হয় ব্রুনো ফার্ন্দাদেজের খাতায়।
পর্তুগালের হয়ে রেকর্ড ১৯৬টি ম্যাচ খেলেছেন সিআর সেভেন। মরক্কোর বিপক্ষে ৫১ মিনিটে মাঠে নেমেই সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি। গোল করেছেন ১১৮টি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদোই বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে একমাত্র খেলোয়াড়, যিনি ফুটবল ক্যারিয়ারে ৫টি বিশ্বকাপের সবগুলোতেই গোল করেছেন। ২০ ম্যাচে গোলের সংখ্যা ৮। আছে একটি হ্যাটট্রিকও।
ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে দ্বিতীয় মেয়াদে ৯ ম্যাচে করেছেন একটি গোল। কোচের সাথে দ্বন্দ্বে এরইমধ্যে ছেড়েছেন ম্যানইউ। এখন আলোচনায় সৌদি আরবের ক্লাব আল-নাসর।