বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

শিক্ষাসফরের বাসে শিক্ষক–শিক্ষার্থীদের মদপান, ভিডিও ভাইরাল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মাদারীপুরের শিবচর উপজেলায় বিদ্যালয়ের শিক্ষা সফরের বাসে শিক্ষক–শিক্ষার্থীদের মদ্যপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) স্কুল ম্যানেজিং কমিটির জরুরি সভায় দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।


সাময়িক বরখাস্ত হওয়া দুই শিক্ষক হলেন—সহকারী শিক্ষক ওয়ালিদ হোসেন ও আল–নোমান।

এ বিষয়ে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. ওয়ালিদ হোসেন বলেন, ‘বাসে আমার পরিবার ছিল। বাসের মধ্যে থাকা অবস্থাতেই বিষয়টি শুনে বোতলটি নিয়ে আসি। আমি আসলে একা ছিলাম তখন। শিক্ষার্থীরা বলেছে, বোতলে মদ ছিল না। বিভিন্ন জিনিস দিয়ে মিক্সচার বানিয়েছে। আমি ওদের শাসন করেছিলাম। এখন আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করছে।’

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

আরও পড়ুন: পুরো রমজান স্কুল বন্ধ রাখার দাবি অভিবাবকদের

 

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘বিষয়টি জেনেছি। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুজন শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিস্তারিত জানতে তিন সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে।

এর আগে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ের ৪১ শিক্ষার্থী ও ১৬ জন শিক্ষক নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষাসফরে যান। পথিমধ্যে বাসের ভেতরে শিক্ষার্থীরা মদ পান করে। শিক্ষকদেরও শিক্ষার্থীদের সঙ্গে মদ পান করতে দেখা যায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

১ মিনিট ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, অভিযুক্ত শিক্ষক মো. ওয়ালিদ হোসেনের পাশে একজনের হাতে একটি বিদেশি মদের বোতল। মদ ঢালার চেষ্টা করছেন তিনি। এ ছাড়া মদের বোতল হাতে শিক্ষার্থীদের উল্লাস করতে দেখা গেছে। গানের তালে তালে নাচছে শিক্ষার্থীরা। বাসের মধ্যে একাধিক মদের বোতল ছিল বলে জানা গেছে। বাস ছাড়ার পর মদ পান শুরু করে তারা।

এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More