দ্বিতীয়বারের মতো সন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেছেন তিনি।
যদিও পাঁচ দিন পর তাঁরা ঘোষণা করেন পুত্র সন্তানের জন্মের কথা। নামও প্রকাশ করেন। জন্ম হল লন্ডনে। তা হলে কি জন্মসূত্রে বিরাট–অনুষ্কার পুত্র ব্রিটিশ নাগরিক? এই জল্পনা চলছে। ভাবনাটা অমূলক নয়। লন্ডনে সম্পত্তিও রয়েছে বিরাট কোহলির। কালে ভদ্রে সেখানে থাকেনও। সে কারণেই এমন একটা জল্পনা তৈরি হয়েছে। বিষয়টি তাহলে কী?
আরও পড়ুন: ছেলের বাবা–মা হলেন বিরাট–অনুষ্কা
ব্রিটিশ নাগরিকত্বের বিষয়টি একটু বুঝে নেওয়া যাক। অনেকে মনে করলেও জন্মসূত্রে ব্রিটিশ নাগরিকত্ব পাবে না অকায়। ক্রীড়া ওয়েবসাইট স্পোর্টস তক বিষয়টি আরও পরিষ্কার করেছে। যুক্তরাজ্যে নাগরিকত্বের নিয়ম অনুযায়ী, কেউ সেখানে জন্মালেই নাগরিক হচ্ছেন না। বাবা–মায়ের মধ্যে অন্তত কোনও একজনের ব্রিটিশ নাগরিকত্ব থাকতে হবে। অথবা দীর্ঘ সময় সে দেশে বসবাস করে থাকলে, সে ক্ষেত্রে নাগরিকত্ব মিলতে পারে। বিরাট কিংবা অনুষ্কা, কেউই সে দেশে স্থায়ীভাবে বাস করেন না।
উল্টো দিক থেকে ভাবা যাক। কোনও ব্রিটিশ প্যারেন্ট যদি যুক্তরাজ্যের বাইরে সন্তান প্রসব করেন, সেই সন্তান বাবা–মায়ের নাগরিকত্বের জন্য ব্রিটিশ নাগরিক হবেন। বিরাট–পুত্র অকায় তা হলে কোন দেশের নাগরিক? লন্ডনে জন্ম হলেও সে ভারতীয় নাগরিক। তবে তার যুক্তরাজ্যের পাসপোর্ট থাকবে।
আল / দীপ্ত সংবাদ