রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় প্রসীত খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-এর (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বঙ্গলতলী ইউনিয়নের বোধিপুর এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের প্রতিবাদে রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাঘাইছড়িতে একাধিক স্থানে টায়ার জালিয়ে প্রতিবাদ জানাই ইউপিডিএফ কর্মীরা।
নিহত ব্যক্তির নাম নিপুণ চাকমা। নিপুণ বাঘাইছড়ি পশ্চিম বালুখালী গ্রামের কমলা কান্তি চাকমার ছেলে। সে ইউপিডিএফের সদস্য বলে জানিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন: লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে বোধিপুর এলাকায় একটি অনুষ্ঠান চলাকালে মোটরসাইকেলে এসে কয়েকজন দুর্বৃত্ত সেখানে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় নিপুণ চাকমা’র। এই হত্যাকান্ডের জন্য নব্য মুখোসধারীদের দায়ী করেছে ইউপিডিএফ।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, এই ধরণের ঘটনার কথা শুনেছি। শনিবার সারারাত আমরা তল্লাশি চালিয়েছি কিন্তু এখনও তেমন কিছু পায়নি।
মিশু/ সুপ্তি/ দীপ্ত নিউজ