আগামী ৩ মার্চ ভারতের কলকাতা মাতাবেন ‘নগর বাউল’ খ্যাত রকস্টার মাহফুজ আনাম জেমস। প্রায় পাঁচ বছর পর সেখানে কনসার্ট করতে যাচ্ছেন তিনি।
‘পুজোওয়ালাদের গান–পুজো’ শীর্ষক এই কনসার্টের আয়োজন করছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। আয়োজক সংস্থার ফেসবুকে পেজে কনসার্টের পোস্টার শেয়ার করা হয়েছে।
পশ্চিমবঙ্গ তো বটেই, সারা ভারতেই জেমসের ভক্ত–অনুরাগীর অভাব নেই। বিশেষ করে ‘গ্যাংস্টার’ সিনেমার ‘না জানি কোয়ি’ গানের সুবাদে জেমসের গাওয়া গান সারা ভারতের গানপ্রিয় মানুষের মুখে মুখে ফিরেছে। এবার প্রায় চার বছর পর কলকাতায় গান শোনাতে যাচ্ছেন জেমস। জানা গেছে, আগামী ২ মার্চ কলকাতার উদ্দেশে ঢাকা ছাড়বেন জেমস। ৩ মার্চ সন্ধ্যায় উঠবেন কনসার্ট মঞ্চে। কনসার্ট শেষে পরদিন ৪ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।
জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। আবার গানের সুরে আকাশের কাছে তিনি জানতে চান মায়ের কথা। তার গানেই বাবাকেও কত রাত না দেখার দুঃখও উঠে আসে। ৫৯ বছর বয়সী রকস্টারের গানের জোয়ারে ভাসে এপার–ওপার দুই বাংলার শ্রোতারা।
বাংলাদেশি সিনেমায় জেমসের গান বেশ জনপ্রিয়। দু’বার তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শুধু দেশীয় প্লেব্যাক নয়, বলিউডেও রাজত্ব করেছেন এই রক তারকা। বলিউডেও জেমসের ভক্তের সংখ্যা কম নেই। একসময় টানা বলিউডের গানও গেয়েছেন তিনি।
আল / দীপ্ত সংবাদ