চলতি বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে পর্দা উঠছে টি–টোয়েন্টি বিশ্বকাপের। টুর্নামেন্টটিতে প্রথম ধাপে একই গ্রুপে পড়েছে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত–পাকিস্তান। রাজনৈতিক কারণে ভারত–পাকিস্তানের মধ্যে দ্বি–পাক্ষিক সিরিজ হয় না অনেকদিন।
ওয়ানডে বিশ্বকাপের পর আবারও দেখা যাবে ক্রিকেটের এল ক্লাসিকো ভারত–পাকিস্তান দ্বৈরথ।ক্রিকেটের যে কোনো ইভেন্টে সবচেয়ে বড় আকর্ষণ এই ভারত–পাকিস্তান লড়াই।
আসছে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের বাকি এখনো সাড়ে তিন মাসেরও বেশি সময়। তবে ম্যাচটির টিকিট নিয়ে এখনই তৈরি হয়েছে হাহাকার। ম্যাচটি দেখতে ধারণ ক্ষমতার ২০০ গুণ বেশি আবেদন পড়ার কথা জানিয়েছে আইসিসি।
এবার ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে ‘এ‘ গ্রুপে আছে ভারত–পাকিস্তান। গ্রুপ পর্বের ম্যাচে আগামী ৯ জুন নিউইয়র্কের নবনির্মিত নাসাউ কাউন্টি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুদল।
এবার পাবলিক ব্যালটের মাধ্যমে অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা করেছিল আইসিসি। সেখানে ১৬১টি দেশের ৩০ লাখ মানুষ আবেদন করেন। অবিক্রীত টিকিট কেনার শেষ দিন ছিল গত পরশু। সেদিন যুক্তরাষ্ট্রের তিন ভেন্যুতে হতে চলা ১৬ ম্যাচের মধ্যে ৯টিরই সব টিকিট বিক্রি হয়ে গেছে। যেখানে ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা ছিল সবচেয়ে বেশি।
আল / দীপ্ত সংবাদ