আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীতে যোগ দিলে, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দিয়েছে মিয়ানমারের জান্তা সরকা
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের ইংরেজি সংবাদমাধ্যম দ্য ইরাবতী।
রাখাইনের অধিকারকর্মী ও স্থানীয় বাসিন্দারাদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, যেসব রোহিঙ্গা পুরুষ সেনাবাহিনীতে যোগ দেবে, তাদেরকে নাগরিকত্বের পরিচয়পত্র, মাসে এক বস্তা চাল এবং এক লাখ ১৫ হাজার কিয়াট বেতন দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে চার হাজার টাকার সমান।
আরও পড়ুন: গাজা উপত্যকার পরিস্থিতি অমানবিক: ডব্লিউএইচও
তবে রোহিঙ্গার এতে সাড়া না দেওয়ায়, এখন জোরপূর্বক তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। যাদের নিয়ে যাওয়া হচ্ছে তাদের রাজধানী সিত্তেতে দুই সপ্তাহের সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, এখন পর্যন্ত প্রায় ৪০০ রোহিঙ্গা পুরুষকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের দুই সপ্তাহের প্রশিক্ষণও দেয়া হচ্ছে।
প্রসঙ্গত, গত ১০ ফেব্রুয়ারি বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দেয়ার আইন ঘোষণা করেছেন জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং। ১৮ থেকে ৩৫ বছর বয়সী সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী নারীদের অবশ্যই দুই বছর পর্যন্ত সামরিক পরিষেবা দিতে হবে। তবে, এ আইন শুধু মিয়ানমারের বাসিন্দাদের জন্য প্রযোজ্য। কিন্তু রোহিঙ্গারা দেশটির বাসিন্দা না হওয়ায় তাদের এভাবে প্রলুব্ধ করা হচ্ছে।
এসএ/দীপ্ত সংবাদ