নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়েছে ফরচুন বরিশাল। ম্যাচটি হারলে পরবর্তী ম্যাচে খুলনা টাইগার্সের দিকে তাকিয়ে থাকতে হতো তাদের। এমন পরিসংখ্যানে না গিয়ে ১৪ পয়েন্ট নিয়ে, টেবিলের তিন থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করলো তামিম বাহিনী।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) মিরপুরে বাঁচা–মরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক তামিম ইকবাল। শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে কুমিল্লার ব্যাটারদের চেপে রাখে বরিশালের বোলাররা। সাইফুদ্দিন–তাইজুলদের বোলিং তোপে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ১৪০ রান তুলতে সক্ষম হয় কুমিল্লা।
দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান আসে জাকের আলির ব্যাট থেকে। তাইজুল ৩টি, সাইফুদ্দিন ও ওবেদ ম্যাকই নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে তামিম ইকবালের ৬৬ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় তারা। বরিশালের হয়ে ২টি উইকেট নেন পেসার মুশফিক হাসান। ৪৮ বলে ৬টি চার ও ৩টি ছয়ে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তামিম ইকবাল।
এর আগেই কোয়ালিফায়ার নিশ্চিত করেছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এদিকে নিয়মরক্ষার শেষ ম্যাচে সন্ধ্যায় খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নামবে সিলেট স্ট্রাইকার্স।
ইমাম/দীপ্ত নিউজ