চার দিনের ব্যবধানে ফের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী লাঞ্ছিত হয়েছে। এর জেরে তিন ঘণ্টার বেশি সময় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গল্লামারী মোড় অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাস্তা অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসিব মোটরসাইকেল করে বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি ফিরছিলেন। পথে নগরীর গল্লামারী এলাকায় সড়কের ওপর রাখা একটি মরদেহবাহী ট্রাক সরাতে হর্ন দেয়। এ সময় ট্রাক থেকে ২-৩ জন নেমে হাসিবকে চড়-থাপ্পড় দেয়।
আরও পড়ুন: হয়রানির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মহাসড়ক অবরোধ
পরে বিশ্ববিদ্যালয় ফিরে সহপাঠীদের বিষয়টি জানালে তারা বেরিয়ে এসে খুলনা-সাতক্ষীরা মহাসড়ক অবরোধ করে। অবরোধের ফলে ওই এলাকায় যানজট সৃষ্টি হয়।
এদিকে ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে শিক্ষার্থীরা সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি ক্যামেরা থেকে ভিডিও ফুটেজ ডিলিট করতে বাধ্য করেন।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগের দুই ছাত্র মারপিটের শিকারের ঘটনায় নগরের জিরো পয়েন্ট এলাকায় অবরোধ করে তারা।
ইয়াসীন/ সুপ্তি/ দীপ্ত নিউজ