আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের নো–ম্যান্সল্যান্ডে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত চলে নানা আনুষ্ঠানিকতা।
বেনাপোল চেকপোস্ট নো–ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশের শতশত ভাষাপ্রেমী যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দু‘দেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ নারায়ন গোস্বামী আর বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর–১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।
আরও পড়ুন: আজ আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস
এসময় সেখানে ভারতের পক্ষে আরোও উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাপতি গোপাল শেট, সাবেক এমপি মমতা ঠাকুর, গাইঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা বাগচী, সাবেক বিধায়ক সুরজীত বিশ্বাস, সাবেক সাংসদ বিশ্বজিত দাস, হাবড়া পৌর মেয়র নারায়ন সাহা।
বাংলাদেশের পক্ষে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌর মেয়র আলহাজ্ব নাসির উদ্দিন।
শ্রদ্ধার্ঘ অর্পনের পর দুই দেশের জনগণের জন্য উভয় দেশ মিষ্টি বিনিময় করে।
জুবায়ের / আল / দীপ্ত সংবাদ