জার্মানির মিউনিখ সফর নিয়ে ব্যারিস্টার সুমনের বক্তব্য শুধরে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে দ্বাদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দেয়ার সময় ব্যারিস্টার সুমনকে শুধরে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মূলত প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুমন বলেন, ‘বার্লিন থেকে প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন, ফিলিস্তিনে যা হচ্ছে তা গণহত্যার চেয়ে কম নয়।’ এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শুধরে দেন। মনে করিয়ে দেন তিনি জার্মানির মিউনিখ সফরে গিয়েছিলেন। সঙ্গে সঙ্গে নিজেকে শুধরে নেন সুমন।
ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে মনে হয়েছে বড় বড় মুসলিম রাষ্ট্রের সরকার প্রধানরা এমন কথা বলার সাহস রাখেননি। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সাহস দেখিয়েছেন। এর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।
তিনি আরো বলেন, এই সরকার প্রধানের সমালোচনা করাও কঠিন হয়ে যায়, যিনি বিশ্বের দরবারে দাঁড়িয়ে এমন শক্তি এবং সাহস দেখাতে পারেন।’
আল / দীপ্ত সংবাদ