পানিতে একটানা ৮/৯ ঘণ্টা ভেসে থাকতে পারেন কিশোরগঞ্জের ইটনার জিতন মিয়া। নদীর পানির স্রোতে ভেসে অনায়াসে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে চলে যান ৬০ বছর বয়সী এই কৃষক।
কিশোরগঞ্জের ইটনা উপজেলার মিল্কিপাড়া গ্রামের কৃষক জিতন মিয়া, শৈশবে বাবার কাছে সাঁতার শিখতে গিয়ে বার বার নাকে–মুখে পানি ঢুকে যেতো। সব বাধা অতিক্রম করে পানিতে ভেসে থাকার কৌশল রপ্ত করেছেন তিনি।
আরও পড়ুন: নিপাহ নয়, অজানা ভাইরাসে রাজশাহীর দুই শিশুর মৃত্যু
জিতনের এমন কাজে অবাক গ্রামবাসী। প্রথম প্রথম নদীতে ভাসা অবস্থায় জিতনকে দেখে গ্রামবাসী মনে করতো জিতনের মরদেহ ভেসে উঠেছে। কিন্তু পরে তাদের ভুল ভাঙতো।
উল্লেখ্য, পানিতে ভেসে থাকা ছাড়াও ভালো গান গাইতে পারেন তিনি।
এসএ