বাংলাদেশ ইন্সটিটিউট অব জার্নালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) উদ্যোগে সংবাদ উপস্থাপন (নিউজ প্রেজেন্টেশন) প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ করা হয়েছে। একইসঙ্গে নতুন ব্যাচের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কাটাবনে বিজেম–এর নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪–এর নির্বাহী পরিচালক তালাত মামুন। সভাপতিত্ব করেন বিজেম–এর নির্বাহী পরিচালক মাসুম খান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, উপস্থাপনা সাংবাদিকতার একটি অবিচ্ছেদ্য অংশ। আবার এ উপস্থাপনার ক্ষেত্রে ভাষা একটি অপরিহার্য উপাদান। ভাষার মাসে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার যেন উপস্থাপনার মাধ্যমে আমাদের মাতৃভাষাকে অনন্য মর্যাদার স্থানে উন্নীত করতে পারি। পাশাপাশি সাংবাদিকতার এই ক্ষেত্রটি চর্চার মাধ্যমে নিজেদের স্বকীয়তা ও প্রতিভাকে সম্পূর্ণভাবে বিকশিত করতে সক্ষম হয়।
চ্যানেল ২৪-এর নির্বাহী পরিচালক তালাত মামুন বলেন, নিউজ প্রেজেন্টেশন আধুনিক সাংবাদিকতার অন্যতম অনুষঙ্গ। অধিক চর্চা ও কেবলমাত্র উন্নত প্রশিক্ষণের মাধ্যমেই উপস্থাপনার দক্ষতা বাড়ানো সম্ভব। যেটি বিজেম দীর্ঘ ২০ বছর ধরে নিরলসভাবে করে যাচ্ছে।
প্রসঙ্গত, বিজেম ২০০২ সাল থেকে বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ায় দক্ষ জনবল সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রতিষ্ঠানে নিউজ প্রেজেন্টেশন, টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতাসহ বিভিন্ন কোর্সে নিয়মিত প্রশিক্ষাণার্থী ভর্তি করে থাকে।