মানিকগঞ্জে নয় বছর বয়সী শিশু তুহিনের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেন বাবা। এ সময় নিজেও আত্মহত্যারচেষ্টা করেছেন শিশুটির বাবা মাহিন মিয়া (৪০)।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিকেল পৌনে চারটার দিকে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তুহিন ভাড়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্র। বাবা মহিন ভাড়ারিয়া গ্রামে সোবহানের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতিকালে তুহিনের গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন তার বাবা। সারা শরীরে আগুন লেগে গেলে শিশু তুহিন দৌড়ে প্রতিবেশী লিপি আক্তারের বাড়ির উঠানে গেলে লিপি আক্তার পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হলেও ততোক্ষণে তুহিনের মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। এছাড়া মহিন নিজের শরীরেও আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে আটক করে মানিকগঞ্জ সদর থানায় বিষয়টি অবগত করেন।
আরও পড়ুন: অপহৃত ৫ শিশুকে উদ্ধার: ২ অপহরণকারী আটক
জানা যায়, প্রায় এক বছর আগে সংসারে অভাবের কারণে কাজের সন্ধানে সৌদি আরব চলে যান তুহিনের মা শিউলি বেগম। সেখান থেকে এসে প্রায় এক মাস আগে মহিনের সংসার ছেড়ে অন্য এক ব্যক্তিকে বিয়ে করেন তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, অভিযুক্ত মাহিন দ্বগ্ধ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পুলিশ হেফাজতে আছে। শিশু তুহিন ঢাকার একটি হাসপাতালে বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।
জাহিদুল/এসএ/দীপ্ত নিউজ