বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে ব্যস্ত সময় পার করছে টাঙ্গাইলের ফুল ব্যবসায়ীরা। গেল বছরের তুলনায় ফুলের দাম বেশি থাকায় এ বছর কাঙ্ক্ষিত বেঁচা–বিক্রি নিয়ে শংক্কা ফুল ব্যবসায়ীরা।
রাত পোহালেই বিশ্ব ভালোবাসা দিবস (১৪ ফেব্রুয়ারি) ও পহেলা ফাল্গুন। চাহিদা মেটাতে তাই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে ফুলের শ্রমিকরা। কেউ ব্যস্ত ফুলের ঝুড়ি বানাতে কেউবা ব্যস্ত মাথার কাউন্ট তৈরিতে।
আরও পড়ুন: হরতাল–অবরোধে ফুল ব্যবসায় ধ্বস, দাম পাচ্ছেন না চাষীরা
শহরের ভিকটোরিয়া রোডের সব ফুলের দোকান গুলোতে শোভা পাচ্ছে গোলাপ, রজনীগন্ধা, গাঁদাসহ বাহারি রঙের সব ফুল। চাহিদা বেশি থাকায় পর্যাপ্ত পরিমাণ গোলাপ সংগ্রহ করেছে ব্যবসায়ীরা।
টাঙ্গাইল ভিকটোরিয়া রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শিবলী সাদিক জানালেন, বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফালগুনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে।
এ বছর আকার ভেদে প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে ৫০–১০০ টাকা, রজনীগন্ধা ২০ টা, মাথার কাউট ১৫০ টাকা,হাতের ব্যাচ ৪০ টাকা। সব কিছু ঠিক থাকলে এ বছর বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফালগুনে লাভের আশায় টাঙ্গাইল ফুল ব্যবসায়ীরা।
সুমন/এআর/এসএ/দীপ্ত নিউজ