বিশ্বজুড়ে ফেব্রুয়ারির ১৪ পালিত ভ্যালেন্টাইনস ডে। বাংলায় যা ভালোবাসা দিবস নামে পরিচিত। তবে কেন ১৪ ফেব্রুয়ারিকেই বেছে নেয়া হলো ভালোবাসার দিবস হিসেবে এর ইতিহাস অনেকেরই জানা নেই।
জানা যায়, ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন খ্রিস্টান পাদ্রী ও চিকিৎসক বসবাস করতেন। সেই সময়ে রোমে খ্রিস্ট ধর্মের প্রচার নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজার আদেশ অমান্য করে খ্রিস্ট ধর্ম প্রচার করেন সেন্ট ভ্যালেন্টাইন।
সম্রাট ক্লডিয়াস বিশ্বাস ছিল, প্রেম কিংবা বিয়ের কারণে পুরুষের বুদ্ধি আর শক্তি কমে যায়। তার সমস্ত সৈন্যর ওপর নিষেধাজ্ঞা ছিল এ বিষয়ে। একই সময়ে রোমে খ্রিস্টধর্মের প্রচারও নিষিদ্ধ করেন সম্রাট ক্লডিয়াস।
সেন্ট ভ্যালেন্টাইন প্রকাশ্যেই করলেন সম্রাটের আদেশের বিরোধিতা। যে কারণে তাকে বন্দি হতে হলো। কিন্তু বন্দি থাকাকালীনও মানুষের প্রতি ভালোবাসা তাকে বেশ জনপ্রিয় করে তুললো। তিনি পেশায় ছিলেন একজন চিকিৎসক। কারাগারে থাকাকালীন এক নারীকে চিকিৎসা দিয়ে তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়ায় ১৪ ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেয়া হয়। সেন্ট ভ্যালেন্টাইনের জীবন উৎসর্গ করা ভালোবাসার কারণেই ইউরোপে সর্বপ্রথম তার মৃত্যুর দিনটি ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয় এবং নাম দেয়া হয় ভ্যালেন্টাইনস ডে।
এআর/এজে/দীপ্ত নিউজ