ফেনীর কোলাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি–থ্রি পিচসহ একটি কাভার্ডভ্যান জব্দ করেছে পুলিশ।
রবিবার (১১ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফেনীর পরশুরাম থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করে।
স্থানীয়রা জানায়, পরশুরাম উপজেলার সীমান্তবর্তী ১০টি এলাকা দিয়ে অবৈধভাবে মাদক, শাড়ি, চিনি, পেঁয়াজ, যৌন উত্তেজক ঔষধ, টায়ারসহ বিপুল পরিমান ভারতীয় পণ্য দেশে ঢুকছে। চোরাকারবারী সিন্ডিকেট বিভিন্ন ধরণের পণ্য দেশে এনে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রাম নিয়ে যায়।
আরও পড়ুন: আখাউড়া সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পুলিশের একটি দল অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা একটি কাভার্ডভ্যান ফেলে পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করে ২৫টি বান্ডিলে ১৭৬৬ পিচ শাড়ি, ৯ বান্ডিলে ৫২৪ পিচ থ্রি পিচ ও ২টি বান্ডিলে ১৮৯ পিচ বেবী থ্রি পিচসহ মোট ২ হাজার ৪৭৯ পিচ কাপড় জব্দ করে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, জব্দকৃত শাড়ী, থ্রি পিচসহ কাভার্ডভ্যানটি থানা হেফাজতে রয়েছে।
মামুন/এআর/এসএ/দীপ্ত নিউজ