সিরাজগঞ্জে ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজ এর বিরুদ্ধে পূর্বে নানা দুর্নীতির অভিযোগ এনে তার প্রত্যাহারের দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সয়দাবাদ মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির সামনে এ সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা বলেন, নতুন অধ্যক্ষ সিরাজুল ইসলাম সিরাজ এক জন চিহ্নিত দুর্নীতিবাজ। তার বিষয়ে সকল খোঁজ খবর নেওয়া হয়েছে।
ইতিমধ্যে তিনি আইএমটি বাগেরহাট, বিআইএমটি নারায়ণগঞ্জসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যক্ষ হিসেবে দায়িত্বরত অবস্থায় ব্যাপক দুর্নীতি করায় তাকে বদলি করে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি সিরাজগঞ্জে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: সাজেকে জোড়া খুন: বুধবার সকাল–সন্ধ্যা অবরোধের ডাক
এমন দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষের প্রত্যাহারের দাবিতে এ আন্দোলন করা হচ্ছে । যতক্ষণ না পর্যন্ত সেই অধ্যক্ষ প্রত্যাহার না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে । ঘন্টাব্যাপী সড়ক অবরোধ শেষে পরবর্তীতে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীবৃন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) রায়হান কবির বলেন, শিক্ষার্থীদের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলে, এ বিষয়টি শিক্ষার্থীদের আতশস্ত করা হলে তাঁরা আনন্দ তুলে নিয়েছে।
সিরাজুল / আল / দীপ্ত সংবাদ