দীর্ঘদিন পর ‘রঙ্গনা’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় ফিরছেন নব্বইয়ের দশকে রুপালি পর্দা কাঁপানো দাপুটে অভিনেত্রী শাবনূর। এটি মূলত অভিনেত্রীর কামব্যাক সিনেমা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত অনুষ্ঠান আয়োজন করেছিল সংশ্লিষ্টরা।আর সেখানেই আরও একটি নতুন সুখবর দিয়েছেন তিনি।
এদিন মহরতে শাবনূরকে নিয়ে নিয়ে আরও একটি সিনেমার নির্মাণের ঘোষণা দেয় প্রযোজনা সংস্থা এমএস ফিল্মস। সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’।
‘রঙ্গনা’ সিনেমাটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা আরাফাত হোসাইন। একই প্রযোজনা প্রতিষ্ঠান এবং একই নির্মাতার পক্ষ থেকেই নির্মাণ হচ্ছে নতুন সিনেমাটি। এটি হতে যাচ্ছে আরাফাতের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র।
দীর্ঘ বিরতি পেরিয়ে ফেরা প্রসঙ্গে শাবনূর বলেন, ‘রঙ্গনা‘ সিনেমার জন্যই আমি দেশে এসেছি। অস্ট্রেলিয়ায় থাকাকালীন এই সিনেমায় যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে আমাকে টেনে এনেছে।
আরও পড়ুন: নিপুণকে একা রেখে সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চন
অভিনেত্রী আরও বলেন, সিনেমাটিতে আমাকে ভিন্ন ঘরানার একটি চরিত্রে দেখা যাবে। আপাতত গল্প বলা যাবে না। তবে সময় উপযোগী গল্প। সবকিছু বিবেচনা করে বর্তমান প্রেক্ষাপট মাথায় রেখেই গল্পটি তৈরি হয়েছে।
এমএস ফিল্মস–এর ব্যানারে ‘রঙ্গনা’ প্রযোজনা করছেন মৌসুমি আক্তার মিথিলা। তিনি বলেন, ‘আমার বিশ্বাস ‘রঙ্গনা’ বাংলা সিনেমার দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলে, তখন তার ওপর নানা রকমের বাধা আসে। আর এই সিনেমাটিতে সে বিষয়গুলো দেখা যাবে।’
জানা গেছে, সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নির্মাতার প্রাথমিক পরিকল্পনা।
উল্লেখ্য, ‘রঙ্গনা’র পরই ‘এখনো ভালোবাসি’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত হোসাইন।
এসএ/দীপ্ত নিউজ