ছাত্রলীগের জাতীয় সম্মেলন ঘিরে উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠেন সংগঠনটির নেতা-কর্মী ও সমর্থকরা। ব্যানার-ফেস্টুন আর বাদ্যযন্ত্রের তালে তালে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হন তারা।
দীর্ঘ চার বছর পর ছাত্রলীগের জাতীয় সম্মেলন ঘিরে প্রাণের মেলবন্ধন, নতুনের জয়গান। এসেছেন তৃণমূলের অসংখ্য নেতাকর্মী। সবার গন্তব্য রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান। মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হয়ে, খন্ড খন্ড মিছিল নিয়ে তারা এগিয়ে যান ঐতিহাসিক এই স্থানের দিকে।
প্রবেশ মুখে বসানো হয় আর্চওয়ে। উদ্যানে ঢোকার আগে চালানো হয় তল্লাশি। সম্মেলনের কারণে অনেক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই ছাত্রলীগের অনেক নেতা-কর্মীকে আসতে হয়েছে দীর্ঘ পথ হেঁটে। কিন্তু নেই ক্লান্তি।
কুড়িগ্রামের তরিকুল। ভোরে বাসে এসেছেন ঢাকায়। অনুষ্ঠানস্থলেই নেন বিশ্রাম। একই অবস্থা জামালপুরে রতনের। বিশাল এই আয়োজন ঘিরে উচ্ছ্বসিত তারা। জয়-লেখকের জায়গায় ছাত্রলীগের নেতৃত্বে কারা আসছেন, সবার দৃষ্টি এখন সেদিকে।