শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ | ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

২৭ প্রেক্ষাগৃহে মুক্তি পেল রুবেল–জয়ার ‘পেয়ারার সুবাস’

দীপ্ত নিউজ ডেস্ক
15 minutes read

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মুক্তি পেয়েছে আহমেদ রুবেল অভিনীত সর্বশেষ ছবি ‘পেয়ারার সুবাস’।

মুক্তির ঠিক দুই দিন আগে ছবির প্রধান অভিনেতা আহমেদ রুবেলের আকস্মিক মৃত্যু সবাইকে হতবাক করে দেয়। নিজের সিনেমার প্রিমিয়ারে গিয়ে মারা গেছেন দেশের জনপ্রিয় এ অভিনেতা। মুক্তির প্রথম দিনেই বেশ ভালো সাড়া পেয়েছে ছবিটি। বিশেষ করে শুক্রবার সন্ধ্যায় মাল্টিপ্লেক্সগুলো ছিল হাউসফুল।

সিনেমাটির প্রযোজক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, অন্ধকার পেরিয়ে সিনেমাটি যেদিন আলোর মুখ দেখেছে, সেদিনই সব বন্ধন ছিন্ন করে চলে গেলেন অভিনেতা আহমেদ রুবেল। তাই আমরা সিনেমাটি তার নাম উৎসর্গ করেছি।

অভিনেতা আহমেদ রুবেল।

২০১৬ সালে ছবিটির শুটিং শুরু হয়েছিল। এরপর কয়েক দফায় শুটিং পিছিয়ে, নানা জটিলতা পেরিয়ে ২০২০ সালে এর চিত্রায়ণ শেষ হয়। পরে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ হতে লেগে যায় আরও তিন বছর। গত বছর ৪৫তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় বাংলাদেশের সিনেমা ‘পেয়ারার সুবাস’।

আরও পড়ুন: স্ট্রোক করে হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী

পেয়ারার সুবাস’ সিনেমায় আহমেদ রুবেল ছাড়া আরও অভিনয় করেছেন জয়া আহসান, তারিক আনাম খান, দিহান, সুষমা সরকার, মাহমুদ, নূর ইমরান মিঠু, মশিউল আলম, জয়িতা মহালনবিশ, আঁখি আফরোজসহ অনেকেই।

সারাদেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নূরুল আলম আতিক পরিচালিত সিনেমাটি।

সিনেমাহলগুলোর মধ্যে রয়েছে—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল, এস.কে এস টাওয়ার, সিমান্ত সম্ভার, সনি স্কোয়ার, বঙ্গবন্ধু মিলিটারী জাদুঘর, বালি আর্কিড, চট্রগ্রাম), বঙ্গবন্ধু শেখ মুজিব হাই টেক পার্ক, রাজশাহী ব্লকবাস্টার সিনেমাসযমুনা ফিউচার পার্ক, লায়নস সিনেমাস (জিনজিরা), সিলভার স্ক্রীন (চট্রগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), শ্যামলী সিনেমা (ঢাকা), মমোইন (বগুড়া), ম্যাজিক মুভি থিয়েটার ফ্যান্টাসী পার্ক (দিয়াবাড়ী), সিনেস্কোপ (নারায়নগঞ্জ), রুটস সিনেক্লাব (সিরাজগঞ্জ), গুলশান সিনেপ্লেক্স (নারায়নগঞ্জ), মধুমিতা সিনেমা (ঢাকা), সেনা অডিটোরিয়াম (সাভার), সুগন্ধা (চট্রগ্রাম), শঙ্খ সিনেমা (খুলনা), শাপলা সিনেমা (রংপুর), ছায়াবানী সিনেমা (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), মর্ডান সিনেমা (দিনাজপুর), লিবার্টি সিনেমা (খুলনা) এবং স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া)

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

সম্পাদক: এস এম আকাশ

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

স্বত্ব © ২০২৩ কাজী মিডিয়া লিমিটেড

Designed and Developed by Nusratech Pte Ltd.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More