ভারতের রাজধানী দিল্লির বায়ু দূষণ পরিস্থিতির ফের অবনতি হয়েছে। দূষণ কমাতে দিল্লী ও এর আশপাশের এলাকায় নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে।
প্রতি বছর শীতে চারা রোপনের আগে শস্য বর্জ্য এবং খড় পোড়ানোর কারণে, দিল্লি ও আশপাশের এলাকার বাতাসে দূষণের মাত্রা বেড়ে যায়। এর জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকেও দায়ী করছেন সংশ্লিষ্টরা। “বাতাসের অবস্থা খুবই খারাপ। এয়ার কোয়ালিটি ইনডেক্সের মাত্রা অনেক বেশি। অনেকের শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া উচিত।”
দূষণ কমাতে রাজধানী ও এর আশপাশের এলাকার বেসরকারি সকল নির্মাণ কাজে নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি প্রশাসন। একইসঙ্গে ইমারত ভাঙার কাজেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়া সড়কে পানি ছিটিয়ে বাতাস পরিষ্কার করার চেষ্টা করছে নগর কর্তৃপক্ষ।
“সমাধান শুধু সরকারের হাতে নয়। এর জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নিজস্ব যানবাহনের পরিবর্তে গণপরিবহনে চলাচল করতে হবে। পাশিপাশি সচেতন হতে হবে।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দিল্লির সড়কে ডিজেলচালিত অটোরিকশা নিষিদ্ধ ছাড়াও, ২০২৭ সাল থেকে প্রাকৃতিক গ্যাস বা বিদ্যুৎচালিত ৩ চাকার ট্যাক্সি পরিচালনার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার।