ধারদেনা করে লিজ নেওয়া ২৫ শতাংশ জমিতে ক্যাপসিকাম গাছ লাগিয়েছিলেন কৃষক লাকু শেখ। সে জমির অর্ধেক গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শুধু ক্যাপসিকাম নয় তার আরও ৩৫ শতক জমির করলা, মরিচ ও আলু খেতের গাছ তুলে ফেলা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে মাগুরার চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছ। এ বিষয়ে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে মহম্মদপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক লাকু শেখ।
লাকু শেখ মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনার সাথে কে বা কারা জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
আরও পড়ুন: নড়াইলে ট্রাক উল্টে হেলপার নিহত
সরেজমিনে দেখা যায়, ৫০ শতাংশ জমিতে বেড মালচিং পেপার পদ্ধতিতে ক্যাপসিকাম, মরিচ ও করলা চাষ করেছিলেন লাকু শেখ। রাতের আধারে সেসব গাছের চারা উঠিয়ে ফেলেছে দুর্বৃত্তরা। গাছ হাতে নিয়ে আহাজারি করছেন লাকু শেখ ও তাঁর স্ত্রী।
ক্ষতিগ্রস্থ লাকু শেখ জানান, কিছুদিন পরই খেত থেকে লক্ষাধিক টাকার সবজি বিক্রি করতে পারতাম। জমি লিজ করে কিস্তিতে টাকা নিয়ে জমি চাষাবাদ করেই সংসার ও ছেলে–মেয়ের লেখাপড়ার খরচ চালাতাম। এখন ঋণ শোধ করব কীভাবে তাই ভাবছি। আমি সন্দেহও করতে পারছি না কে এ কাজ করেছে।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম জানান, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেয়া হবে।
শ্রাবণ/এসএ/দীপ্ত নিউজ