পুলিশ সদস্যদের হত্যার মিশনে মাঠে নেমেছে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার। এই সংগঠনের ৫ জঙ্গিকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। পুরাতন বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা নতুন এই জঙ্গি সংগঠনের মাধ্যমে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।
গত ২৪ আগস্ট কুমিল্লার লাকসামের দৌলতগঞ্জ রেলস্টেশনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সক্রিয় সদস্য সরোয়ারকে। র্যাব বলছে, সরোয়ার, সামি ও নিলয় সহ তিন জনকে কুমিল্লা সেফ হাউজে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের নেয়া হয় পার্বত্য চট্টগ্রামে ।
ফুটেজে শনাক্তের পর সরোয়ারকে ধরতে মাঠে নামে র্যাব। গত ৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ ও গুলিস্তানে অভিযান চালিয়ে সরোয়ার সহ ৫ জনকে গ্রেপ্তার করে সস্থাটি। সরোয়ার আত্মপোনে থেকে বোমা বানানোর সরঞ্জাম সরবরাহ করতো বলে দাবি সংস্থাটির।
রাজধানীর কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের এই কর্মকর্তা জানান, নতুন এই জঙ্গি সংগঠন পুলিশ সদস্য হত্যার মিশন নিয়ে মাঠে নেমেছে। নতুন এই সংগঠনে পুরাতন অনেক জঙ্গি কার্যক্রম চালাচ্ছে।
তিনি জানান, আদালত প্রাঙ্গন থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার দায় আইনশৃঙ্খলা বাহিনী এড়াতে পারে না।