সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের জায়গা দখল করে ফেনী শহরের সদর হাসপাতাল মোড়ে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। গত প্রায় ১৫–২০ দিন ধরে পরশুরামগামী বাস ও সিএনজি স্ট্যান্ডের পাশে দোকান দুটি নির্মাণ কাজ চলমান রয়েছে।
জানা গেছে, প্রকাশ্যে জায়গা দখল করে দিন–দুপুরে সড়কের পাশে অবৈধভাবে গড়ে তোলা হচ্ছে দোকান। কয়েকজন শ্রমিক ১২ ফুট ও সাড়ে ৭ ফুট বিশিষ্ট দোকান দুটি নির্মাণের দায়িত্বে নিয়োজিত। তারা ইটের দেয়াল তৈরি করছেন। কারা এটি নির্মাণ করছেন এ ব্যাপারে তারা কারো নাম প্রকাশ করতে চান না।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার নাম ভাঙ্গিয়ে একটি মহল দোকান দুটি বরাদ্দের চেষ্টা করছেন। কারো কারো সাথে অগ্রিম আদায়ের কথাবার্তা চলছে। নির্মাণাধীন দোকানের পেছনে রয়েছে সারি সারি দোকান। এর সামনে সড়কে বাস ও সিএনজি অটোরিক্সা পার্কিং করা থাকে।
তারা আরো জানান, জায়গাটিতে দোকান নির্মাণ হয়ে গেলে আশপাশের জায়গাও পর্যায়ক্রমে বেদখল হয়ে যাবে। একটি চক্র সড়কের পাশে জায়গা দখল করতে মরিয়া হয়ে উঠেছে।
পৌরসভার ৬নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর বাহার উদ্দিন বাহার জানান, জায়গাটি পৌরসভার মধ্যে হলেও এর মালিকানা সড়ক ও জনপথ বিভাগের। সেখানে দোকান নির্মাণের বিষয়ে পৌরসভা কর্তৃপক্ষ অবগত নন।
সওজের উপ–সহকারি প্রকৌশলী শাহ আলম জীবন জানান, বিষয়টি জেনে তিনি মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নির্মাণ কাজ বন্ধ করে দায়িত্বে নিয়োজিত শ্রমিকদের সরিয়ে নেয়া হয়।
ফেনীস্থ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল জানান, দোকান নির্মাণের কোন অনুমোদন বা ইজারা দেয়া হয়নি। খবরটি জানার পর কাজ বন্ধ করে দেয়া হয়। এরপরও দোকান নির্মাণ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মামুন/ আল/ দীপ্ত সংবাদ