রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে জন্ডিস আক্রান্ত শিক্ষার্থীর সংখ্যা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের মধ্যে। গত তিন সপ্তাহে বিশ্ববিদ্যালয়টির ১৩১ শিক্ষার্থী জন্ডিসর ধরা পড়েছে।
চলতি বছরের শুরু থেকেই বিশ্ববিদ্যালয় বৃদ্ধি পায় জন্ডিস আক্রান্তের সংখ্যা। শুরুতে এটি গুরুত্ব না দেওয়ায় হঠাৎ বড় আকার ধারণ করে।
জানুয়ারির ১৫ তারিখ থেকে জন্ডিসে আক্রান্ত শিক্ষার্থী ও অসুস্থ হয়ে জন্ডিস পরীক্ষা করা রোগীর সংখ্যা লিপিবদ্ধ করা হচ্ছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পর্যন্ত (২১ দিন) বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে জন্ডিস পরীক্ষা করেছেন ৩২৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৩১ জন শিক্ষার্থীর দেহে জন্ডিস শনাক্ত হয়েছে। যা মোট পরীক্ষার ৪০% এর বেশি।
এদিকে, জন্ডিসের প্রকোপ বাড়তে থাকায় ক্যাম্পাসের দোকানগুলো একদিন মনিটরিং করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এর বাইরে তাদের পক্ষ থেকে কোনো কার্যকরি পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।
আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাড়ছে জন্ডিস রোগী
শিক্ষার্থীদের অভিযোগ, রাবির ১৭টি আবাসিক হলের টিউবওয়েল ও ট্যাপকলের পানিতে রয়েছে আয়রনের আধিক্য। বিকল্প হিসেবে আবাসিক হলগুলোতে সাবমারসিবল পাম্প থাকলেও পানি সরবরাহ করার জন্য নির্দিষ্ট সময়সীমা থাকায় নিয়মিত নিরাপদ পানি পান করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে তাদের।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের হোটেলগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং একই পানি দিয়ে একাধিক প্লেট পরিষ্কার, একটি গ্লাস দিয়ে অনেকেই পানি পান করায় রোগ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা বলছেন, হোটেলগুলোতে নিরাপদ পানি ব্যবহার করা হচ্ছে না। ট্যাপকল বা টিউবওয়েল থেকে পানি নিয়ে রান্নার কাজ করছেন দোকানিরা; একই পানি পান করাচ্ছেন শিক্ষার্থীদেরও।
আল / দীপ্ত সংবাদ