বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের পুনর্বাসন করতে চায় যুক্তরাষ্ট্র। প্রতি বছরে সংখ্যাটা হাজার খানেক হতে পারে বলে ধারণা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সাংবাদিকদের তিনি আরো জানান, রোহিঙ্গা পুনর্বাসনে যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ এখনো আগ্রহ দেখায়নি।
গত পাঁচ বছরেও একজন রোহিঙ্গা ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো ভূ-রাজনীতির পট পরিবর্তনে আরো গভীর হয়েছে এই সঙ্কট। তবে, আশার বিষয় সংকট সমাধানে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, দেশটি রোহিঙ্গাদের পুনর্বাসন করতে চায়। আলোচনার ভিত্তিতে দেশটি প্রতি বছরে হাজার খানেক রোহিঙ্গা নেবে বলে ধারণা তার। তবে, অল্প সংখ্যক রোহিঙ্গার পুনর্বাসন দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব না।
রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আলোচনা করতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস। শাহরিয়ার আলম জানান, যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোনো দেশ রোহিঙ্গা পুনর্বাসনে আগ্রহ দেখায়নি।
চলতি বছরের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর দমন অভিযানের পাঁচ বছর পূর্তিতে বিবৃতি দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।