২০
ক্যান্সারে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। চিকিৎসার কারণে তিনি জনসমক্ষে সবধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকছেন।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) বাকিংহাম প্যালেস থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
আরও পড়ুন: রাজা তৃতীয় চার্লসকে রাষ্ট্রপতির অভিনন্দন
বিবিসি জানিয়েছে, প্রোস্টেট বেড়ে যাওয়ায় চিকিৎসা নেওয়ার জন্য জানুয়ারির শেষে চার্লস হাসপাতালে ভর্তি হলে ক্যান্সার ধরা পড়ে। তবে ঠিক কী ধরণের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস– সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস।
এ খবর প্রকাশের পরে তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
আল / দীপ্ত সংবাদ