বাংলাদেশের ইতিহাস–ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে টাঙ্গাইলের শাড়ি। প্রায় ২শ‘ বছর ধরে দেশ–বিদেশে এই তাঁত কাপড়ের সুনাম। ”নদী চর খাল বিল গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন”– জেলায় এরকম ছড়া প্রচলিত রয়েছে যুগ–যুগ ধরে।
কিন্তু চলতি বছরের ২ জানুয়ারি ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় টাঙ্গাইল শাড়িকে পশ্চিমবঙ্গের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয়।
এতে ক্ষুব্ধ হয় বাংলাদেশের মানুষ। এরইমধ্যে মানববন্ধনের মতো কর্মসূচিও পালিত হয়েছে কোথাও কোথাও।
আরও পড়ুন: সাড়া ফেলেছে টাঙ্গাইলের টিসু জামদানি
তাঁতশিল্প–সংশ্লিষ্ট ও স্থানীয় গুণীজনরা বলছেন, টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের প্রায় দুইশ বছরের ঐতিহ্য। এই শাড়ির শুরু ও বিকাশ টাঙ্গাইলে। তাই এটি কিছুতেই ভারতের ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হতে পারে না।
টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, এই শাড়ি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি অর্জনে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়রা জানান, দুইশ বছরের ঐতিহ্য এই তাঁতের শাড়ির সাথে বর্তমানে যুক্ত রয়েছে টাঙ্গাইলের সদর উপজেলার পোড়াবাড়ি, দেলদুয়ার উপজেলার পাথরাইল ও কালিহাতীর বল্লা এলাকার প্রায় সাড়ে তিন লাখ মানুষ।
এসএ/দীপ্ত নিউজ