মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীদের মধ্যে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এরই মধ্যে তাদেরকে নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বিজিবির জনসংযোগ দপ্তর এই তথ্য জানােনা হয়েছে।
বিজিবি জানায়, এখন পর্যন্ত বিজিপি’র ৯৫ জন সদস্য অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান।
এদিকে পালিয়ে আসা বিজিপি সদস্যদের মধ্যে জানি মং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় আরও চারজনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের ২৭১ কিলোমিটার সীমান্ত রয়েছে। এর বড় অংশ বান্দরবান ও কক্সবাজার জেলায়। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত–সংলগ্ন এলাকায় সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এজে/ দীপ্ত নিউজ