চট্টগ্রাম থেকে কুরিয়ারে আসা অভিনব কায়দায় সাবানের মোড়কে লুকানো ৪ হাজার ২১০ পিচ ইয়াবা উদ্ধার করেছে র্যাব–৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নিউমার্কেট এলাকার এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সাভিসে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ইয়াবা গ্রহণ করতে আসা এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। আটক ওই নারীর নাম ফিরোজা খাতুন (২৮)। তিনি শহরের রেলগেট এলাকার মৃত ওয়াসীম গাজীর স্ত্রী।
আরও পড়ুন: এক বেগুনে ১৬’শ পিস ইয়াবা !
র্যাব–৬ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোরের একটি মাদক কারবারি চক্র দীর্ঘদিন কক্সবাজার ও চট্টগ্রাম থেকে অভিনব পন্থা অবলম্বন করে কুরিয়ারের মাধ্যমে ইয়াবা আনছিলো। বিষয়টি জানার পর র্যাব–৬ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে আজ দুপুরে শহরের কোতয়ালী মডেল থানাধীন উপশহর ইউনিয়নের নিউমার্কেট ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত এজেআর পার্সেল এন্ড কুরিয়ার সাভিস লিঃ নামে একটি কুরিয়ারে অভিযান পরিচালনা করে কর্টুনের মধ্যে সাবানের বক্সের ভিতের লুকানো অবস্থায় ৪ হাজার ২১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের আটককৃত ফিরোজা উদ্ধার মাদকের সাথে নিজেন সংশ্লিষ্টতা স্বীকার করে দীর্ঘদিন অভিনব কৌশল অবলম্বন করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট এনে যশোরের বিভিন্ন স্থানে বিক্রির কথা জানিয়েছে।
তিনি আরও জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জুবায়ের / আল / দীপ্ত সংবাদ