চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগে আন্দোলন শুরু করেছেন বিভাগটির শিক্ষার্থীরা।
রবিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা জানান, ওই শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত আন্দোলন চলবে। ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে সকল একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান বিভাগের সভাপতি।
আরও পড়ুন: ফের সংঘর্ষে জড়াল চবির ছাত্রলীগের দুই পক্ষ
গত ৩১ জানুয়ারি উপাচার্য শিরীণ আখতারের কাছে এক শিক্ষার্থী নিজ বিভাগের অধ্যাপক সম্পর্কে লিখিতভাবে যৌন হয়রানি, যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।
আল / দীপ্ত সংবাদ