বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ওয়ানডে বিশ্বকাপ থেকেই ভুগছেন চোখের সমস্যায়। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কোনো সমাধান পাচ্ছেন না টাইগার অধিনায়ক। চোখের সমস্যার প্রভাব পড়েছে তার ব্যাটিংয়ে। চলতি বিপিএলে যার প্রভার দৃশ্যমান।
অলরাউন্ডার সাকিব যেন কোথায় হারিয়ে গেছে? ব্যাট হাতে ২২ গজের সাকিবকে যেন চেনারই উপায় নেই। বোলার পরিচয়ে এবার বিপিএল খেলছেন তিনি, যা আগে কখনো ঘটেনি।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দেয়ার পর প্রেস কনফারেন্সে আসেন কুমিল্লার কোচ সালাউদ্দিন। সেখানেই সাকিবের ব্যাটিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় দেশসেরা এ কোচকে।
সাকিব ব্যাটিংয়ে ফিরতে পারবেন কি না, এমন প্রশ্নের উত্তরে সালাউদ্দিন জানান, ‘সে যদি না–ই ফিরতে পারে, তাহলে তো ক্রিকেট খেলবে না। সে ফিরতে পারবে বলেই এখনো মাঠে আছে বলে আমি মনে করি।’
অন্যদিকে কয়েকদিন আগে সাকিবের ফিটনেস নিয়ে রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহানের মন্তব্য, উনি দলের সঙ্গে অনুশীলন করছেন। ইভেনচুয়ালি অফ–ডেতেও অনুশীলন করছেন। টুর্নামেন্টের শেষদিকে পুরোদমে সাকিব ভাইকে ব্যাটিংয়ে দেখতে পাব।
তবে, সালাউদ্দিনের এমন মন্তব্যের পর শঙ্কা জেগেছে তবে কি ক্রিকেট থেকে দ্রুতই দূরে চলে যাবেন সাকিব না কি দ্রুতই তার চোখের সমস্যার স্থায়ী সমাধান হবে।
আরও পড়ুন: তামিমের কাছে হেরে গেল সাকিব
এসএ/দীপ্ত নিউজ